কবি মো. নুরুল হক
অতিরিক্ত কোন কিছুই একদম ভালনা,
এ কথাটা সবাই জানে কার্যতঃ মানেনা।অল্প সুখে কাতর যেজন অধিক সুখেও হয় পাথর,
অতিরিক্ত লোভের বশে পাগলপারা নিরন্তর।
অতি লোভে তাঁতী নষ্ট সর্বজনে কয়,
অতি ভক্তি চোরের লক্ষণ, বিপথগামী হয়।অতি আনন্দেতে কেউবা মজে রঙ্গ-রসে,
অতিরিক্ত নেশা করে কেউবা পথে বসে।
অতিকষ্টে কেউ হয়ে যায় নষ্ট, পথভ্রষ্ট,
কষ্টের ফসল পায়ে দলে কেউ করে বিনষ্ট।অসৎ পথে কামাই খুঁজে কেউবা অতি লোভে,
কেউবা পায়ে কুড়াল মারে অতিরিক্ত ক্ষোভে।
অতি কষ্টে কেউ বনে যায় নরপশু, বন্য,
অতিরিক্ত সাহসে কেউ কাজ করে জঘন্য।পরের মুখটা টুটে ধরে বুকে মেরে তুড়ি,
গদি ধরে রাখার নজির আছে ভুরি-ভুরি।
অতিরিক্ত শোষন-শাসন ক্ষোভের আগুন জ্বালায়,
উৎপীড়িতের দ্রোহে শাসক লেজ গুটিয়ে পালায়।
অতিরিক্ত সুখের আশায় দিবাস্বপ্ন দেখে
স্বপ্নভঙ্গ করে কেউবা দুঃখের-ভাগ্য লেখে।
‘সদা ভাল নয় কিন্তু অতিরিক্ত আলো,
শান্ত পরিবেশে মোমের মৃদু আলো-ই ভালো ‘
অতিরিক্ত আশা-ই করে জীবনটাকে কালো,
অতিরিক্ত ভোগের চেয়ে ‘রিক্ত ‘ অনেক ভালো।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত