সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর আরামবাগ এলাকা ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন-রুবেল মিয়া (২৮) ও দুলাল আহমদ ওরফে আপন (৩০)।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে গ্রেফতারকৃতদের নাম ও পিতার নাম সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করলেও তাদের ঠিকানা সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি।
রবিবার (১৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পুলিশ আরামবাগ এলাকার ২নং গলির মুখে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ রুবেল মিয়ার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ২০ পিস ও দুলাল আহমদ ওরফে আপনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট করে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত