আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন-সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের প্রকৃত সৈনিক। যিনি আমৃত্যু দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত