সিলেটের বার্তা প্রতিবেদক:: ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নয়াসড়ক জামে মসজিদের মোতাওয়াল্লি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজার দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর কুমারপাড়াস্থ হযরত মানিকপীর (রহ.) গোরস্তানের সামনের সড়কে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
নামাজে জানাযায় ইমামতি করেন নয়াসড়ক জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুহাম্মদ হোসাইন।
নামাজে জানাযায় নয়াসড়ক, মিরবক্সটুলা, কুমারপাড়াসহ সিলেট নগরীর সর্বস্তরের মুসল্লিসহ ক্রীড়ানুরাগী ও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত