সিলেটের বার্তা ডেস্ক:: ইয়াবা ও সেন্ট্রাডলসহ সিলেট নগরীর চালিবন্দর থেকে এক যুবককে আটক করেছে র্যাব-৯।
আটক জুয়েল আহমেদ (৩০) নগরীর বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে।
শনিবার (০১ আগস্ট) বিয়ষটি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে চালিবন্দর থেকে ১০৫ পিস ইয়াবা ও ‘সেন্ট্রাডল ৫০’ নামের ১৫ পিস ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
এসময় মাদক বিক্রির ১০ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত