নাম রুকশানা। পুরো নাম রুকশানা আক্তার। বয়স ৩৬। থাকেন সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহরে।
তিনি সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী।
সিলেটজুড়ে রয়েছে তার ইয়াবার বিশাল নেটওয়ার্ক।
২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে রোকসানা আক্তার (৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত