সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেট বিভাগে একদিনে নতুন করে আরও ৬১ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে।
শনিবার (৮ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তাদের করোনা ভাইরাস শনাক্ত হয়।
আক্রান্তদের পাঁচজন চিকিৎসকও রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শনিবার কলেজ ল্যাবে ২৮২ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এতে ৬১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস।
জানা গেছে,আক্রান্তদের মধ্যে ৩৩ জনই মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ২৮ জন সিলেট মহানগর ও সদর উপজেলা এবং হবিগঞ্জের বিভিন্ন জায়গায় বসবাস করেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত