সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জে নতুন করে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৫৮ জনে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে তাহিরপুর ৬ জন, শাল্লা ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ ৪ জন, দিরাই ৩ জন, ছাতক ৩ জন ও বিশ্বম্ভরপুর ১ জন করোনায় শনাক্ত হযেছেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত