নিজস্ব প্রতিবেদক:: এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী।
আক্রান্ত ব্যক্তিগত সহকারীর নাম মুহিবুল ইসলাম ইমন।
বিষয়টি শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
শনিবার (২৩ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে যে ১৮ জনের করোনা পজেটিভ আসে তার মধ্যে একজন মুহিবুল ইসলাম ইমন।
তিনি জানান, আজকে (শনিবার) মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিক’র ১০ জনের করোনা টেস্ট করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহাকরী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাকে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত