স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম একদিনের সংক্ষিপ্ত সফলে সিলেট আসছেন শুক্রবার (২৯ জানুয়ারি)।
ওইদিন সকাল ৯টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেট এসে পৌঁছবেন তিনি।
শুক্রবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সিলেটে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
মন্ত্রীর একান্ত সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী সকাল সকাল সাড়ে নয়টায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। বিকেল তিনটায় নগরের স্টার স্পেসিফিক হোটেলে সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। এরপর রাত সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত