সিলেটের বার্তা ডেস্ক:: এসি বিস্ফোরণে রাজধানী ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের এ আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
#ব্রেকিং_নিউজ-রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস.।
Posted by Abdur Rahman Jamil on Wednesday, May 27, 2020
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত