সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে আমেরিকা প্রবাসি তিন ভাইয়ের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্তরা হলেন- উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া চানপুর গ্রামের আমেরিকা প্রবাসী সেলিম আব্দুল মুকিদ, মুমিন আব্দুল, মোহিত আব্দুল ও কাজিরগাঁওয়ের সালা উদ্দিন।
এ নিয়ে ওসমানীনগরে মোট ৩৭জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, আক্রান্ত প্রবাসী তিন ভাই গত মার্চ মাসে আমেরিকা থেকে দেশে আসেন। আমেরিকায় যাওয়ার জন্য নমুনা দিলে আজ তাদের করোনা পজিটিভ আসে। তাদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত