সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ওসমানীনগরে মামুন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন ৮ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সিলেটগামী যাত্রীবাহীবাস (মামুন) শেরপুরগামী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা আরোহী ৮ জন যাত্রী প্রাণ হারান।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশা চালকের লাশ গাড়িতে আটকা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশায় তিন শিশু নিহত হয়। ধারণা করা হচ্ছে সকলেই একই পরিবারের সদস্য।
ঘটনা ঘটার আধাঘন্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে। এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আটক পড়ে আছে শত শত গাড়ি। সিএনজি অটোরিকশার যাত্রী সকলেই মারা যাওয়া তাৎক্ষনিক কারো পরিচয় জানা যায়নি।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত