সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি)’র করোনা পরীক্ষা ল্যাবে সনাক্ত করা হয়েছে ৫৮ জনের শরীরে করোনা।
সোমবার (১জুন) সিলেট জেলায় ৪৯জন ও সুনামগঞ্জে ৯জনের শরীরে ধরা পড়ে এ ভাইরাস।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯৮ জনে। এর মধ্যে বেড়ে সিলেটে ৬০৫ ও সুনামগঞ্জে ১৭৪জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার কলেজের ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা হয়; যাদের মধ্যে ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই গোয়াইনঘাট, কানাইঘাট, ওসমানীনগর, জৈন্তাপুর ও সিলেটসদর উপজেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।’ আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত