সিলেটের ওসমানী নগরে উদ্ধারকৃত অজ্ঞাত বৃদ্ধের মরদেহটি একজন রিকশা চালকের।
লাশের পরিচয় শনাক্তের পর উদঘাটন হয় লোমহর্ষক খুনের তথ্য।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চক মন্ডলকাপন গ্রামের পাশে চকেরবন নামক স্থানে থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় সু জুতার পিতা দিয়ে গলায় পাশ লাগানো হাতের দুটি আঙ্গুলে কাটার চিহ্ন ও শরীরে লীলা ফুলা জখম ছিল।
ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত কোন স্থানে তাকে হত্যা করে উক্ত স্থানে রাখা হয়েছে।তার ব্যাবহারিত ব্যাটারি চালিত রিকসা এখনো উদ্ধার করা যায়নি।
প্রায় ৫০ বছর বয়সী হানিফ উল্যা (কালু) বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দক্ষিণ শিওরখাল গ্রামের মৃত্যু জানু মিয়ার পুত্র।
তার ২ পুত্র ১ কন্যা সন্তান নিয়ে মাদ্রাসা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।
নিহত কালু মাঝে মধ্যে গাঁজা সেবন করতেন। স্থানীয় একটি সূত্রের ধারণা মাদক কেনা বেছা নিয়ে কোন প্রকার বিরোধের জেরে কালুকে খুন করা হতে পারে।
ওসমানী নগর থানার এস আই রতন লাল দেব জানান, স্থানীয়রা অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন।
দুপুর সাড়ে ১২ টায় ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । তদন্ত পূর্বক বিস্তারিত জানা যাবে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত