সিলেটের বার্তা ডেস্ক:: আগামি ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের করিম উল্লাহ মার্কেট।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ তথা সারা বিশ্বের দুর্যোগময় পরিস্থিতির কথা চিন্তা করেই করিম উল্লাহ মার্কেট ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৩ মার্চ) করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির এক জরুরী সভায় মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে মার্কেটে না আসার জন্য অনুরোধ করেছেন মাকের্ট কর্তৃপক্ষ।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত