সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বর্তমানে তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে আছেন।
বিষয়টি বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম খান বলেন, প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক কোনো জটিলতা নেই। তিনি ভালো আছেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত