নিজস্ব প্রতিবেদক:: করোনার উপসর্গ নিয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে সুনামগঞ্জের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, তিনি জানান, রবিবার সন্ধ্যায় যক্ষা রোগে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার কাশি এবং শ্বাসকষ্ট ছিলো তাই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত