সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
বিষয়টি রবিবার (২ আগস্ট) রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর ফেসবুক পোস্ট থেকে জানা যায়।
মহামারী করোনাকালে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শফিউল আলম জুয়েল প্রথম সারির যুদ্ধা হিসেবে গরীব-দুঃখীদের পাশে সর্বদা বিভিন্ন সহায়তা নিয়ে কাজ চালিয়ে গেছেন।
তার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত