সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদকে শুভেচ্ছা জানিয়েছেন টিলাগড় সুপার স্টারের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় কাউন্সিলর আজাদ টিলাগড় সুপার স্টারের জার্সি উন্মোচন করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক জুনেল আহমেদ এর পরিচালনায় শাকিরুল ইসলাম গউছ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, শাপলা বাগ বহুমুখী উন্নয়ন সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সালাম, ওরিয়ন স্পোর্টস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান শিপলু, ওরিয়ন স্পোর্টস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান জুমায়েন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, ক্রীড়া সম্পাদক সাকিব আহমদ, ক্রিকেটার জবরুল আহমেদ, সোহান আহমদ, রাজিব দাস, তোফাজ্জল হোসেন, পারভেজ প্রমুখ।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত