সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের কানাইঘাটে গাছের ডাল কাটতে গিয়ে আসাদ উদ্দিন (১৭) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত আসাদ উদ্দিন (১৭) উপজেলার চতুল ইউনিয়নের কাদিরগ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বড়চতুল ইউনিয়নের মাঝবড়াই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ ডাল কাটার জন্য সকালে একটি উচু গাছে উঠে। ডালটি কাটার শেষ পর্যায়ে ডাল ভেঙে তাকে স্বজোরে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত