সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের কানাইঘাটে ২৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন-কানাইঘাটের নকতিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হিবজুর রহমান এবং সুনারখেও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে ফয়সল আহম্মদ।
র্যাব জানায়, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সিলেট জেলার কানাইঘাট থানাধীন দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ২৪ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক কর হয়।
পরে তাদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত