গণতন্ত্রের বিজয় দিবসে সিলেটের গোয়াইনঘাটে আনন্দ মিছিল করেছে উপজেলা যুবলীগ।
আজ বুধবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বের করা উপজেলা যুবলীগের মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলটি গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখে এসে এক পথ সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ শাহাবুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক সাইফুল আলম আবুল,উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সোহেল আহমদ, গোলাম করিম শামীম, মুজিবুর রহমান (লাইব্রেরী), রেজাউল করিম রাজ্জাক,নুরুল মোমিন জাহেদ, কামাল আহমদ,সোহান দে,সালেহ আহমদ। মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত