গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদীতে ডুবে যাওয়ার দুৎদিন পর ডাউকি নদীতে ভেসে উঠলো নিখোঁজ পর্যটক জুবায়ের আহমদের লাশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) গোয়াইনঘাটের নয়াবস্তি এলাকায় লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত জুবায়ের আহমদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, জুবায়ের ও তার ১৫ জন বন্ধু মিলে ময়মনসিংহ থেকে গত মঙ্গলবার জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এ সময় স্রোতের টানে পানিতে ডুবে যান জুবায়ের। নিখোঁজের পর থেকেই গোয়াইনঘাট থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জাফলংয়ের ডাউকি নদীর নয়াবস্তি এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, স্থানীয়রা নয়াবস্তি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুবায়েরের লাশ বলে শনাক্ত করে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত