সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ থেকে ৩৯২ বোতল ফেন্সিডিলসহ জকিগঞ্জের এক যুবককে আটক করেছে র্যাব-৯।
শনিবার (১৮ জুলাই) সকালে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প)-এর একটি দল গোলাপগঞ্জের উলাকীপাড়া থেকে মাদকবিক্রেতা জাকির আহমেদ (৩৫)-কে গ্রেফতার করেছে।
জাকির সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়া বাইল গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
আটককালে জাকিরের কাছ থেকে ৩৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জাকিরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত