জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ শনিবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২-এ জাতির জনকের বাসভবনের সামনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
এর আগে গতকাল সিলেট মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে অনুমোদিত হয় ।
এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত