সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত সেলিম আহমদ (২৮) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
আজ ২২ জুন, সোমবার বিকেল ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল এলাকায় একটি ট্রাক টমটমকে চাপা দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত টমটমের উপর ওঠে যায়।
এতে গুরুতর আহত হন মোটর সাইকেল চালক সেলিম আহমদ (২৮)। আশঙ্কাজনক অবস্থায় তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া দুর্ঘটনায় আহত লিটন, আল আমিন ও লিগেল নামের তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত