সিলেটের বার্তা ডেস্ক:: নগরীর টিলাগড় থেকে আলা উদ্দিন আলাই নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক আলা উদ্দিন আলাই (৫০) সিলেট নগরীর টিলাগড়ের কল্যাণপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আজ শুক্রবার বিকেলে গোয়েন্দা পুলিশের এক অভিযানে গাঁজাসহ তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় কল্যানপুর এলাকার প্রবেশ মুখে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি আলা উদ্দিনকে আটক করে পুলিশের দল। পরে তার হেফাজতে থাকা আধা কেজি গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, ধৃত মাদক কারবারি স্থানীয়ভাবে মাদক সেবীদের নিকট খুচরা হিসেবে গাঁজা বিক্রি করতো। শাহপরাণ (র.) থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত