প্রবাস বার্তা:: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসন।
রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে স্থানীয় একটি একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত জাকির হোসেন গোলাপগঞ্জ উপজেলার শেখপুর গ্রামের মৃত কন্টন মিয়ার ছেলে।
জানা গেছে, গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের হপস্টার্ড এলাকায় একটি দোকানে সন্ত্রাসীরা জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলকম মেডিক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জাকির হোসেনের ফুফাতো ভাই নুরুল আম্বিয়া। এদিকে জাকির হোসেনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জাকির হোসেন দীর্ঘ ৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার বসবাস করছিলেন। তার একটি মেয়ে সন্তান রয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত