সিলেটের বহুল আলোচিত দক্ষিণ সুরমার কুমিল্লা পট্রি থেকে নারী মাদক সম্রাজ্ঞী নাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক নাজমা বেগম নাজুকে (৩৪) ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে।
আজ রবিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি আক্তার হোসেন।
এসময় পুলিশ তার কাছ থেকে ১২০ পুরিয়া গাঁজা, যার ওজন প্রায় ২০০ গ্রাম উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শনিবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ সুরমা থানার এসআই নূরে আলম সিদ্দিক নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত