সিলেটে দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীসেবার মানোন্নয়নে চালক-হেলপারদের নিয়ে সচেতনতামুলক সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আজ রবিবার (১৭ জানুয়ারি) ১১টায় নগরীর জিন্দাবাজারে সিএনজি, লেগুনা চালকদের নিয়ে ‘পরিবহন চালক ও হেল্পারদের সচেতনতা বৃদ্ধিমূলক সভা’ করে এসএমপির ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন বদিউল আমিন চৌধুরীর সঞ্চালনায় সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০ জন সিএনজি চালক, ২০ জন লেগুনা চালক এবং ১০ জন অন্যান্য যানবাহন চালক-হেলপাররা উপস্থিত ছিলেন।
এছাড়াও ট্রাফিক বিভাগের টাআই মো. আব্দুল মুকিত, মোঃ হাবিবুর রহমান, সার্জেন্ট মো. ফাহাদ চৌধুরী, সিলেট জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন’র সভাপতি কাজী রুনু মিয়া মইন, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ মিয়া প্রমুখ।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত