সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে ২৭৬৬জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯১ জনে। মোট শনাক্ত দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় এক হাজার ৭৫২ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৮৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৭ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত