সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ২০২১ সালের জানুয়ারি মাসের ২য় সপ্তাহে সিলেটের আরও ৭টি পৌরসভার নির্বাচন তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে ইসির জ্যৈষ্ঠ সচিব মো. আলম এই তপশিল ঘোষণা করেন।
দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের ৭টি পৌরসভাও রয়েছে।
তফসিল অনুসারে, এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভায় নির্বাচন হবে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায় একই দিন হবে ভোটের লড়াই।
এ ৭টি পৌরসভার মধ্যে একমাত্র জগন্নাথপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে ব্যালট পেপারেই হবে ভোটগ্রহণ।
এদিকে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোট হবে।
প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত