কনকনে শীত। সবচেয়ে বেশী কষ্টে দিনাতিপাত করছেন পথশিশু আর ছিন্নমূল মানুষেরা।
এমনই এক সময় স্ব-উদ্যোগে অনুপ্রাণিত হয়ে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা সারোয়ার।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেইন চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ি বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দিয়ে ৪শ’ মানুষের মাঝে বিতরণ করেছেন তিনি শীতবস্ত্র।
শুক্রবার, দুপুর আড়াইটার দিকর নগরীর মানিকপীর মাজারের সম্মুখপান থেকে শুরু করে নগরীর বিভিন্ন পয়েন্টে তা বিতরণ করেন।
শীতবস্ত্রের মধ্যে রয়েছে সুয়েটার, জ্যাকেট, হাত মুজা, প্যান্ট, শার্ট, ও মহিলাদের কাটিগান, কম্বল, ও শিশুদের বিভিন্ন ধরনের গরম কাপড়।
মানুষের মুখে হাসি ফুটাতে ভালো লাগে তার।
এব্যাপারে সারোয়ার বলেন, আমার মায়ের আবদার ও আমার রাজনৈতিক গুরু সিলেট মহানগর যুবলীগের প্রিয়মুখ বড় ভাইদের থেকে আমি শিক্ষা নিয়েছি।
আমার প্রিয় ভাই আজাদুর রহমান আজাদ ভাই সহ-আমার রাজনৈতিক, অভিভাবক ভাইয়ের হাত ধরে আজ আমার জীবনে সবচাইতে বড় আনন্দ লেগেছে,আজ আমরা সবাই গরিব অসহায় মানুষের মুখে হাঁসি ফুটাইতে চাই সব সময়।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত