সিলেটের বার্তা ডেস্ক:: দেশের সর্বত্র ফরাসি পণ্য বয়কটের জন্য সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন জমিয়তের নেতৃবৃন্দ।
কালক্ষেপন না করে অবিলম্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমানকারী দেশ ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ ও নিন্দা না জানালে ফ্রান্স দূতাবাস অবিমুখে লংমার্চ করা হবে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেট মহানগর জমিয়তে উদ্যোগে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
বাদ আসর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্রা পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা সিরাজুল ইসলাম ও সৈয়দ ছালিম আহমদ কাসেমীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তের সহকারি মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়ত নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা আখতারুজ্জামান, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হুমায়ুন কবির বাবর, মাওলানা সদরুল আমীন, মাওলান কবির আহমদ, মাওলানা আবুল খায়ের, শাহিদ হাতিমী, সৈয়দ উবায়দুর রহমান প্রমুখ।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত