সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর বন্দরবাজার থেকে গোলাপগঞ্জে অটোরিকশাকে পৃষ্ট করে ৫ যাত্রী হন্তারক সেই ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জাহেদ আহমদ (৪৫) কে গ্রেফতার সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত আকবর আলির ছেলে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় এসআই ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিলেট- জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা বড়লেখা গামী একটি বাসের সাথে গোলাপগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৫ জন নিহত হন । এ ঘটনায় (৩০ আগস্ট) সোমবার গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত