সংবাদ বিজ্ঞপ্তি:: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ১৭ জুন, বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ লতিফ বকসী।
তিনি বলেন, এইমাত্র স্যার জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হবেন।
এর আগে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত