প্রবাস বার্তা:: সিলেটের বালাগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন স্পেন আওয়ামী লীগ নেতা অলিউর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় স্পেন আওয়ামী লীগ নেতা বালাগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য অলিউর রহমান বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।তিনি চলমান সংকটাপন্ন সময়ে করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিজে সু রক্ষিত এবং অন্য কে সু রক্ষিত রাখতে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত