এম এ কাদির বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে কনু মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামী আব্দুল কাদির ওরফে গোন্ডা কাদিরের ছেলে ওয়াহিদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওয়াহিদ আলী উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের বাসিন্দা।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই সুকমল ভট্রাচার্য সোমবার সকালে গোপন সংবাদে ওয়াহিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, ২৪ জুুন বুধবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুল কাদির ওরফে গোন্ডা কাদিরের ছেলে ওয়াহিদ আলী ও তার পক্ষের লোকজন গ্রামের এক স্থানে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে কনু মিয়ার উপর এলোপাতাড়ি হামলা করে। এতে কনু মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর জখম হয় কনু মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
২৫ জৃ বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারাযান ২৬ জুন কনু মিয়ার বোন বাদি হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন মামলা নং ৬ তারিখ ২৬ জুন ২০২০ ইং মামলায় আব্দুল ওয়াহিদ, গুন্ডা আব্দুল কাদির,আবু জাহিদ এ ৩ জনকে আসামী করা হয়।ঘটনার পর থেকে মামলায় আসামিরা পলাতক ছিল।
উক্ত মামলার উল্লেখিতআসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে আসছিল নশিওর পুর গ্রামসহ এলাকাবাসী খুনের ১৯ দিন পর মামলার প্রধান আসামি ওয়াহিদ কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপার বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজি আতাউর রহমান ওয়াহিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান বাকি আসামি দের গ্রেফতারের চেষ্টা চলছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত