এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে কৃষকের ধান কাটতে কাচি মাঠে নামলেন গ্রাম পুলিশের সদস্যরা।
মহামারী করোনাভাইরাসরে কারণে সৃষ্ট পরস্থিতিতে কৃষকরা অর্থ ও শ্রমকি সঙ্কটে পড়া গরীব-অসহায় কৃষকদের পাশে দাঁড়ান গ্রাম পুলিশের সদস্যরা।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশেরা।
শনিবার দুপুরে স্থানীয় হাওনিয়ার হাওরে রতন পুর গ্রামের সেলিম আহমদ ও হুছন মিয়ার কয়েক শতক জমির ব্রি ২৯ পাকাধান কেটে দিয়ে, ধানকাটা উৎসবের সূচনা করেন গ্রাম পুলিশেরা।
এতে অংশ গ্রহন করেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ মোঃ আয়ুব আলী,আজিজ উল্যা,নিতেন্দ্র দাশ,তরিক উল্যা,আছমত আলী,ফাতেমা বেগম,ছুফিয়া বেগম।
এ ব্যাপারে দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম গ্রাম পুলিশদের এ মহতি উদ্যোগের কৃতজ্ঞতা জ্ঞাপণ র্পূবক মহামারির এই ক্লান্তি লগ্নে যারযার সাধ্য অনুযায়ি পরস্পর সহযোগীতায় এগিয়ে আাসতে সবার প্রতি আহবান জানান।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত