বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে ব্যাংকেই মৃত্যুর কুলে ঢলে পড়েন রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আনোয়ার হুসেন।
উপজেলার মোরারবাজার সুলতানপুর শাখার কর্মকর্তা প্রতিদেনের মতো আজ মঙ্গলবারও অফিসের কার্যক্রমে উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ৩টার দিকে হটাৎ অসুস্থতা বোধ করলে সহকর্মীরা ব্যাংকের বিশ্রাম রুমে যান। কিছু সময় পর ব্যাংক স্টাফের এক জন বিশ্রাম রুমে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখে অন্যদের জানান তাৎক্ষনিক স্থানীয় এক চিকিৎসকে দেখানো হয় চিকিৎসক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে তাক সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা আনোয়ার হুসেন কে মৃত্যু ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে তিনি বিশ্রামে হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেছেন। তিনি সিলেট শহরের মাছিম পুর এলাকার বাসিন্দা।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত