সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিয়ানীবাজারে এতিম-অসহায় শিশুদের মাঝে খতনা ক্যাম্পেইন সম্পন্ন করেছে শায়খ মাওলানা আব্দুর রহিম চৌধুরী (ইমাম ছাব হুজুর( স্মৃতি ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার (২৪, সেপ্টেম্বর) উপজেলার খাড়াভরা গ্রামে বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মাওলানা মুশতাক আহমদ চৌধুরীর বাড়িতে সকাল ৯টস বিকেল ৫টা পর্যন্ত এই খতনা অনুষ্ঠান চলে।
এসময় খাড়াভরা, বরইআইল, মইয়াখালী, চরিয়া-পাঞ্জিপুর এলাকার প্রায় ৭০জন গরিব, এতিম ও অসহায় শিশুদের ফ্রি খতনা প্রদান করা হয়৷
অনুষ্ঠানে মাওলানা মুশতাক আহমদ চৌধুরী বলেন, আমার কবরবাসী আব্বা শায়খ মাওলানা আব্দুর রহিম চৌধুরী যিনি অত্র অঞ্চলে ইমাম ছাব হুজুর নামেই পরিচিত ছিলেন।
মরহুম আব্বার রুহের মাগফেরাত কামনা ও সদকায়ে জারিয়ার উদ্দেশ্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্যই এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
তিনি সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কয়ছর আহমদ চৌধুরী, আব্দুর রব, দেলওয়ার হোসেন, আব্দুস সামাদ, আব্দুল কাদির, মাওলানা আবদুল মোমিন, গিয়াস উদ্দীন (খাড়াভরা), মাওলানা আব্দুল মতিন, বদরুল হক (মইয়াখালী) মাওলানা ছালেহ আহমদ (কোনারগাঁও) মস্তকিন আলী, ফখর উদ্দিন (বরইআইল) মনসুর আহমদ, ফারুক আহমদ।মু
শায়খ মাওলানা আব্দুর রহিম চৌধুরী রাহ.এর ছোট ছেলে মুরশেদ আহমদ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় এই খতনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত