মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে কাউন্টারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। হামলায় টিকেট কাউন্টারসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত জামাল হোসেন (৪০)কে আটক করা হয় এবং তার কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক জামাল হোসেন উপজেলার দক্ষিণ বানিয়াপাড়া গ্রামের মৃত রউফমাতুল্লাহ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্টেশন মাস্টার মানিক হোসেন রেলওয়ে পুলিশ ফাঁড়িতে তার বিরুদ্ধে এজাহার দিয়েছেন।
জানা গেছে জামাল হোসেন রাত দেড়টার দিকে হঠাৎ মনতলা রেলস্টেশনে টিকেট কাউন্টারে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার দুই হাতে দেশীয় অস্ত্র থাকায় লোকজন ভয়ে কাছে যেতে পারেনি। এক পর্যায়ে স্টেশনে কর্মরত কর্মচারী ও যাত্রীরা মিলে তাকে ঝাপটে ধরে আটক করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত