আন্তর্জাতিক বার্তা:: মহামারী করোনা ভাইরাসের কপোকাত বিশ্বের শক্তিধর দেশগুলো। সবদেশেই প্রাণহানী ঘটেছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে।
করোর প্রাদূর্ভাব কমাতে অনেক পথ-পন্থা অবলম্বন করছেন অনেকে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় তিন বয়সের মানুষই এই করোনার বিস্তার ঘটাচ্ছেন বেশী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০, ৩০ ও ৪০ বছরের তরুণরা করোনাভাইরাসের বিস্তার ঘটাচ্ছে। এদের মধ্যে অনেকে জানেনই না তারা করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে তারা শিশু ও বৃদ্ধদের মতো অরক্ষিত জনগোষ্ঠীর জন্য বিপদের কারণ হয়ে উঠছেন।
চলতি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী তরুণদের মধ্যে করোনায় সংক্রমণের হার বাড়ছে। এর ফলে ঘনবসতিপূর্ণ যেসব এলাকার স্বাস্থ্যসেবা দুর্বল সেসব এলাকায় অরক্ষিত জনগোষ্ঠীকে তারা সংক্রমণ ঝুঁকিতে ফেলছে।
সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক তাকেশি কাসাই এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেছেন, ‘মহামারি পরবর্তিত হচ্ছে। ২০, ৩০ ও ৪০ বছরের মানুষেরা ভাইরাসের বিস্তার ঘটাচ্ছে। অনেকে সংক্রমণের বিষয়ে জানেই না।’
বিশ্বে এ পর্যন্ত দুই কোটি ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণে মারা গেছে সাত লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
তাকেশি কাসাই বলেন, ‘আমরা যা পর্যবেক্ষণ করছি তা হচ্ছে, এটি স্রেফ ভাইরাসের পুনরূত্থান নয়। আমরা বিশ্বাস করি আমরা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহামারির নতুন ধাপে প্রবেশ করেছি।’
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত