রাতে সিলেটের বন্দরবাজার এলাকা থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃতরা হলেন-সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার নলকট গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে শিবলু আহমদ (২৭) ও একই থানার কাজিরগাঁও গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে আজির উদ্দিন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিষয়টি র্যাব-৯’র মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৯’র সূত্র জানায়, সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় র্যাব-৯ এর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত