সিলেটের বার্তা ডেস্ক:: নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান উদ্দিনের পরিবারের পাশে দাঁড়ালেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় তারা মরহুম রায়হান উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন। তার অবুঝ শিশুর মাথায় হাত বুলান। মাবাবার পাশে বসে তাদের শান্তনা দেন।
গতকাল সোমবার (১২ অক্টোবর) রাত পৌনে ৯টায় নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়াস্থ তার বাসায় যান মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, স্থানীয় কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত