লকডাউনের ২য় দিনে (মঙ্গলবার, ০৬ এপ্রিল) সিলেট বিভাগে ১১৭ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার নমুনা পরীক্ষায় ১১৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
শাবি ল্যাব সূত্র জানায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে আরও ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, আজ মঙ্গলবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন।
এদিকে একই দিনে মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শনাক্তদের মধ্যে ৪৩ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজারের ৭ জন ও সুনামগঞ্জ জেলায় ৩ জন করে রয়েছেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত