শনিবার (০৯ জানুয়ারি) সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি করোনা ভাইরাসের উপস্থিতি।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি)’র ল্যাবে এদের করোনা ধরা পড়ে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।’
এদিকে শনিবার (৯ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের করোনার পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত