সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাস ঠেকাতে মাঠপর্যায়ের সম্মুখযোদ্ধা সহকর্মীদের জন্য আদা, লবঙ্গ, লেবু মিশ্রিত গরম পানির ব্যবস্থা করলো সিলেটের মোগলাবাজার থানা।
থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেন’র উদ্যোগে গ্রহণ করা হয়েছে এ ব্যতিক্রমি উদ্যোগ।
সকল পুলিশ সদস্যদের সু-স্বাস্থের জন্য থানায় একটি আলাদা কক্ষে আদা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি, লেবু নির্যাস সম্বলিত গরম জল পরিমিত পরিমানে পান করার ব্যবস্থা । ইফতারের পরে স্বাস্থ্যবিধি মেনে ২ জন পুলিশ সদস্য তাহাদের সহকর্মীদের জন্য এই নির্যাস তৈরি কার্যক্রম এবং পরিবেশনে সহযোগিতা করছেন। “না মানলে স্বাস্থ্যবিধি, বেড়ে যাবে মৃত্যু ঝুঁকি” স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করুন।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত