সিলেট নগরীতে ভয়াবহ রূপ ধারণ করছে যৌন ব্যবসা। আবাসিক হোটেলগুলো যেনো নিয়মিত মিনি পতিতালয়ে।
সিলেট মহানগর পুলিশের অব্যাহত অভিযানেও থামছে না এসব কারবার।
এবার সিলেট নগরীর লালদিঘীরপাড়ের একটি আবাসিক হোটেল থেকে অসমাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১২ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৬ নারী ও ৬ পুরুষকে আটক করে একদল পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার)। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ওসি (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান।
তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন জানায় পুলিশ। আটক ১২ নারী-পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
©এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব sylheterbarta24.com কর্তৃক সংরক্ষিত